সবুজবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় নির্মাণাধীন দশ তলা ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় মো. সোহেল (২৭) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটার পর বিকেলে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সোহেলের সহকর্মী জামিরুল ইসলাম জানান, সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় একটি নির্মাণাধীন দশ তলা ভবনের তৃতীয় তলায় ঢালাইয়ের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় দুপুরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল।
তিনি আরও জানান, সোহেল কুমিল্লা জেলার বাঞ্ছারামপুর থানার আব্দুর রশিদের ছেলে। তিনি খিলগাঁও নন্দীপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি এক ছেলের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মো. বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস/জেআইএম