১৪২ উপজেলায় সেতু নির্মাণে হবে সমীক্ষা, ব্যয় ৮০ কোটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২৩ মার্চ ২০২৩
ফাইল ছবি

দেশের ১৪২টি উপজেলা সড়কে সেতু নির্মাণ করা হবে। এ জন্য ‘পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সমীক্ষা (২য় পর্যায়)’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সেতু নির্মাণে সমীক্ষা প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) পরিকল্পনা বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ প্রকল্পের অধীনে ২৫০টি সেতুর ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি করা হবে। এছাড়াও সেতুগুলোর পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও মাটি পরীক্ষা করা হবে। পাশাপাশি সেতুগুলোর জন্য হাইড্রো-মরফোলজিক্যাল স্টাডি করা এবং ডিজিটাল টপোগ্রাফিক্যাল সার্ভে করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে করা হবে ৭৫টি সেতুর স্ট্রাকচার ডিজাইন এবং ড্রয়িং।

৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন খাতের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো গ্রামীণ সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা। এ লক্ষ্যে উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক ও গ্রামীণ সড়কের নির্মিত এক লাখ ৬৫ হাজার মিটার সেতু নির্মাণ বা পুনর্নির্মাণ করা হবে।

এ বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার জানান, প্রকল্পটির আওতায় ২৫০টি সেতুর সম্ভাব্যতা সমীক্ষা করে পরে বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হলে সেক্ষেত্রে কাঙ্ক্ষিত সুফল মিলবে। এর ফলে সেতুগুলো নির্মাণকালে কোনো প্রকার ঝুঁকি বা কোনো জটিল পরিস্থিতি মোকাবিলা সম্ভব হবে। পাশাপাশি যথাযথ নির্মাণ ব্যয়, বাস্তবায়ন মেয়াদ ও আর্থিক অপচয় রোধ করা সম্ভব।

এমওএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।