পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া শাহজাদী ইয়াবাসহ গ্রেফতার

নাম তার শাহজাদী। পুলিশ বলছে, এই নারী রাজধানীর পল্লবী এলাকায় মাদক কারবার করতেন। এজন্য তাকে গ্রেফতারের চেষ্টা করলেই পুলিশের বিরুদ্ধে ডিএমপি কমিশনারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিতেন তিনি। এমনকি পল্লবী থানা পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ এনে একাধিকবার জাতীয় প্রেস ক্লাবের সামনে করেছেন মানববন্ধনও। সবশেষ ৫০০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ গ্রেফতার হন শাহজাদী।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় জাগো নিউজকে এই তথ্য জানান পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম।
আরও পড়ুন: মাদক মামলার হাজিরা দিয়ে ফেরার পথে মাদক বিক্রি!
এদিকে শাহজাদীকে আদালতে নেওয়া হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
ওসি বলেন, কালশী-ডিওএইচএস মেইন রোডে শাহজাদীসহ বেশ কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শাহজাদীসহ তিনজনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও এক কেজি লুজ গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পুলিশ-সাংবাদিক-বিত্তবানরাও মাদক সাপ্লাই করেন: স্বরাষ্ট্রমন্ত্রী
পল্লবী থানার ওসি বলেন, দীর্ঘদিন ধরে পল্লবীতে ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছিলেন শাহজাদী। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করলে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিতেন। এই কাজে তাকে সহযোগিতা করতেন কথিত বিহারি নেতা নেয়াজ আহমেদ খান। প্রায় এক বছর আগে নেয়াজ ও তার সংগঠন বাংলাদেশ বিহারি পুনর্বাসন সংসদ বিবিআরএ’র নেতাকর্মীদের সহযোগিতায় পল্লবী থানা পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধনও করেছিলেন শাহজাদী।
আরএসএম/জেডএইচ/জেআইএম