পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত উত্তর কোরিয়া


প্রকাশিত: ০৪:০৯ এএম, ০৪ মার্চ ২০১৬

পারমাণবিক অস্ত্র ব্যবহারে উত্তর কোরিয়া ‘যেকোনো সময়’ প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং-উন। এ ব্যাপারে সেনাবাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন। শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টার মাথায় বৃহস্পতিবার দেশটি সাগরে ৬টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ঘটনার পাল্টা একটা জবাব হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সামরিক মহড়া পরিদর্শনের সময় কিম জং-উন বলেন, ‘যেকোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধাস্ত্র নিক্ষেপের জন্য আমাদের অবশ্যই সব সময় প্রস্তুত থাকা উচিত। নিজেদের সার্বভৌমত্ব ও বাঁচার অধিকার রক্ষার একমাত্র উপায় পারমাণবিক সক্ষমতা বাড়ানো।`

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।