চট্টগ্রামে ৭ মামলার চার্জশিটভুক্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৮ মার্চ ২০২৩

চট্টগ্রামে দোকানদারির আড়ালে আত্মগোপনে থাকা হত্যাচেষ্টা ও হত্যাসহ ৭ মামলার আসামি মিলাদ ওরফে জলদস্যু মিলাদকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল পৌনে ৩টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭। গ্রেফতার মিলাদ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। এর আগে সোমবার (২৭ মার্চ) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মহানগরীর মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, গ্রেফতার মিলাদ সন্দ্বীপ থানায় দায়ের হওয়া সাত মামলার আসামি। তিনি একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তার বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যাচেষ্টা, হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের অসংখ্য অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছে, সন্দ্বীপ থানা এলাকা নারী নির্যাতন, ধর্ষণ, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন অপকর্মের মূলহোতা ছিলেন এবং অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করতেন তিনি।

এলাকায় তিনি জলদস্যু মিলাদ হিসেবে পরিচিত। এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার এড়াতে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করেছিল। সর্বশেষ তিনি চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় দোকানদারীর আড়ালে আত্মগোপন করেছিল।

ইকবাল হোসেন/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।