অতিরিক্ত-সহকারী এসপি পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৮ মার্চ ২০২৩

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে পুলিশের বিভিন্ন ইউনিটে।

মঙ্গলবার (২৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

কে কোথায় বদলি হয়েছেন
ঢাকার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামকে ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এস এম জহিরুল ইসলামকে ঢাকার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, রেলওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল গফুরকে বান্দরবান ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার, গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার শেখ লেনিন আলমগীরকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল ইসলামকে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

এছাড়াও সহকারী পুলিশ সুপার মো. আতাহারুল ইসলাম তালুকদার, মো. আবুল কালাম আজাদ, মো. মিজানুর রহমান, মো. সামসুদ্দিন ছালেহ আহম্মদ চৌধুরী, দীপক চন্দ্র মজুমদার, সুব্রত কুমার সাহা, মো. মাইন উদ্দিন খান, মো. আবদুল খালেক, এ কে এম মহিউদ্দিন, মো. নাসিম উদ্দিনকে বদলি করা হয়েছে।

আরএসএম/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।