মিরপুরে বাসের ধাক্কায় আহত ফুল ব্যবসায়ীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৯ মার্চ ২০২৩
ফাইল ছবি

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় বাসের ধাক্কায় মোহাম্মদ আলিম উদ্দিন (৪৫) নামের এক ফুল ব্যবসায়ী ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় মারা যান তিনি।

নিহত আলিম উদ্দিনের বোন মাজেদা জানান, তার ভাই ফুল ব্যবসায়ী ছিলেন। গতকাল সাভার থেকে ফুল নিয়ে ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় বিক্রির জন্য আসলে বিকেল ৫টার দিকে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

পরে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরে আমরা ফোনের মাধ্যমে খবর পেয়ে ঢামেকে এসে ভাইকে চিকিৎসাধীন অবস্থায় পাই। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

তিনি আরও জানান, তাদের বাড়ি ঢাকা জেলার সাভারের বনগ্রাম এলাকায়। আলিম উদ্দিন দুই মেয়ের ছেলের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।