সীতাকুণ্ডে দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৯ মার্চ ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৮ বোতল ফেনসিডিল এবং ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (২৯ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৭।

গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের পাহাড়তলী থানার বউবাজার এলাকার মৃত নাছির আহমেদের ছেলে মো. আবুল হোসেন বাছার (৩০)। তার কাছ থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অন্যজন ফেনী জেলার ছাগলনাইয়া থানার মটুয়া গ্রামের মৃত আলী আশরাফের ছেলে বাদশা মিয়া (২৪)। তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গ্রেফতার আবুল হোসেন বাছারের বিরুদ্ধে নগরীর পাহাড়তলী থানায় একটি এবং বাদশা মিয়ার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী, সীতাকুণ্ড ও মীরসরাই থানায় ৩টি মাদকের মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য কিনে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিলেন।

ইকবাল হোসেন/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।