আজকের এই দিনে : ০৫ মার্চ ২০১৬


প্রকাশিত: ০১:৫৯ এএম, ০৫ মার্চ ২০১৬

১৮২২ খ্রিস্টাব্দের এই দিনে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশিত হয়।

১৮২৪ খ্রিস্টাব্দের এই দিনে অ্যাঙ্গোলা-বার্মা যুদ্ধ শুরু হয়।

১৮২৭  খ্রিস্টাব্দের  এই দিনে ইতালীর বিখ্যাত পদার্থ বিজ্ঞানী আলেসাঁন্দ্রো ভোল্টার ৮২ বছর বয়সে মারা যান।

১৮২৭ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত ফরাসী গণিতবিদ পিয়েরে লাপ্লাস মারা যান।

১৮৩৩ খ্রিস্টাব্দের এই দিনে অবিভক্ত ভারতের প্রথম দুই মহিলা কাদিম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রী লাভ করেন।

১৮৩৬  খ্রিস্টাব্দের এই দিনে মেক্সিকো আলামো আক্রমণ করে।

১৮৮৭   খ্রিস্টাব্দের এই দিনে ব্রাজিলীয় সুরকার আতোর ভিলা-লোবোসের জন্ম।

১৮৯৬  খ্রিস্টাব্দের এই দিনে ইতালির প্রধানমন্ত্রী ক্রিসপি পদত্যাগ করেন।

১৮৯৭  খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকান নিগ্রো একাডেমী গঠিত হয়।

১৮৯৮  খ্রিস্টাব্দের এই দিনে চীনা রাষ্ট্রনেতা চৌ এন-লাইয়ের জন্ম।

১৯০৪  খ্রিস্টাব্দের এই দিনে কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের জন্ম।

১৯১৮  খ্রিস্টাব্দের  এই দিনে মস্কোকে রাশিয়ার রাজধানী করা হয়।

১৯৩৩  খ্রিস্টাব্দের এই দিনে জার্মানিতে নির্বাচনে এডলফ হিটলার ও তার নাৎসী পার্টির বহু আসনে জয়লাভ। তবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
 এর কিছুদিন পরই এক নায়কতন্ত্র ঘোষণা।

১৯৫৩  খ্রিস্টাব্দের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা ও স্বৈরশাসক জোসেফ স্ট্যালিন ৭৪ বছর বয়সে মারা যান।

১৯৬১  খ্রিস্টাব্দের  এই দিনে নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যু।

১৯৬৮  খ্রিস্টাব্দের  এই দিনে মার্টিন লুথার কিং নিহত হন।

১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে বাঙালি লেখক ও শিক্ষাবিদ অমূল্যকুমার দাশগুপ্ত মৃত্যুবরণ করেন ।

১৯৮৪  খ্রিস্টাব্দের  এই দিনে ভূটানের সাথে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৮৭  খ্রিস্টাব্দের  এই দিনে সিলেটের ওসমানী জাদুঘর উদ্বোধন।

১৯৯৮  খ্রিস্টাব্দের  এই দিনে ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড ‘উত্তর আয়ারল্যান্ড’ চুক্তিতে উপনীত হয়।

২০০১  খ্রিস্টাব্দের  এই দিনে হজ্বের সময় মিনায় পদদলিত হয়ে ৩৫ হাজীর মৃত্যু।

২০০৭  খ্রিস্টাব্দের  এই দিনে ঢাকা-ব্যাংকক-ঢাকা সেক্টরে ইলেকট্রনিক টিকেটিং (ই-টিকেটিং) পদ্ধতি চালু।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।