চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রুবেলকে (৩৭) গ্রেফতার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় নগরীর চাঁদগাও থানাধীন সিএন্ডবি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭। গ্রেফতার রুবেল রাউজানের জগৎপুর আশ্রম এলাকার মৃত ইসমাইলের ছেলে।
আরও পড়ুন: কঠোর শাস্তির বিধান কি ধর্ষণ প্রবণতা কমাবে?
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, ওই গৃহবধূ রাউজানে স্বামী-সন্তান নিয়ে বসবাস করেন। তার দুই সন্তান রয়েছে। রুবেল ভিকটিমের প্রতিবেশী। তার সঙ্গে ওই নারীর স্বামীর সুসম্পর্ক ছিল। এতে ভিকটিমের পরিবারে যাওয়া-আসা ছিল রুবেলের। ৫ মার্চ ওই নারীর স্বামী কর্মস্থলে যাওয়ার সুযোগে রুবেল অন্য তিন সহযোগীকে নিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে।
আরও পড়ুন: বাবার জানাজায় না গিয়ে ভাতিজিকে ধর্ষণ করে মেরে ফেলল চাচা
এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে রাউজান থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর গাঢাকা দেন রুবেল। পরবর্তীতে ২৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে রুবেলকে চট্টগ্রাম মহানগরীর সিএন্ডবি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে তাকে রাউজান থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
ইকবাল হোসেন/জেডএইচ/জেআইএম