আবহাওয়ার খবর: ৩১ মার্চ ২০২৩

রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর) সর্বশেষ আবহাওয়ার সংবাদ। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যে, আজকের (৩১ মার্চ ২০২৩) আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি।
চৈত্র মাসে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। উত্তপ্ত হয়ে উঠছে চারপাশের পরিবেশ। তবে দেশের কোনো কোনো এলাকায় স্বস্তির বৃষ্টির খবর মিলছে। বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকাতেও বজ্রসহ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাতে ২৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে ঢাকায়।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা (বান্দরবান) |
৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস |
আজকের সর্বনিম্ন তাপমাত্রা (কিশোরগঞ্জের নিকলি) |
১৮ ডিগ্রি সেলসিয়াস |
আজকের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা |
১৯.২ ডিগ্রি সেলসিয়া্স |
আজকের ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা |
৩১.৬ ডিগ্রি সেলসিয়াস |
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে |
|
রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। |
আরএমএম/এসএনআর/জিকেএস/এএসএম