চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার ৫

চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাত ১১টার দিকে নিউ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচটি ছোরা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার পাঁচজনের মধ্যে শাওন ফরাজী ওরফে শাওনের (২৫) বাড়ি মাদারীপুর, সজীব ওরফে পিচ্ছি সজীবের (২৭) বাড়ি নারায়ণগঞ্জ, শাহেদ ওরফে সাহেদের (৩২) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া, জুয়েলের (২১) বাড়ি নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকা এবং ইয়াছিনের (৩০) বাড়ি দক্ষিণ পতেঙ্গায়। তারা পেশাদার অপরাধী বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, রমজান মাস উপলক্ষে নগরীতে অনেক রাত পর্যন্ত মানুষ কেনাকাটা করে। এ সুযোগে তারা ছিনতাইয়ের জন্য একত্র হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় আরও কয়েকজন সটকে পড়েন। তাদেরও গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি। মামলার পর শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রত্যেকের বিরুদ্ধে কোতোয়ালী থানাসহ মহানগরীর বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পাঁচটিরও বেশি মামলা রয়েছে বলেও জানান তিনি।
ইকবাল হোসেন/এসএনআর/এএসএম