জুমার নামাজের পর পল্টনে ধর্মীয় সংগঠনের মিছিল, পুলিশের বাধা

রাজধানীর পল্টনে জুমার নামাজের পর ‘ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি’ নামে একটি সংগঠনের মিছিল বের করেন। এসময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন। এছাড়া ওই সংগঠনের দুজনকে আটক করা হয়েছে।
বিকেলে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি’ নামে একটি সংগঠন সব নাগরিকের ধর্ম পালনের অধিকার নিশ্চিতের দাবিতে মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল করছিলেন তারা। এতে বাধা দিলে বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হন। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে। এখনো অভিযান চলছে। আটকদের জিজ্ঞাসাবাদ করে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
টিটি/এএএইচ/এএসএম