যাত্রাবাড়ীতে এক হাজার কেজি জাটকা জব্দ, জরিমানা আড়াই লাখ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১ পিএম, ০১ এপ্রিল ২০২৩
যাত্রাবাড়ীর দক্ষিণ বাংলা মৎস্য আড়ত থেকে এই জাটকা জব্দ করা হয়

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি মাছের আড়তে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ছয় লাখ টাকার এক হাজার ৪৭৪ কেজি জাটকা জব্দ করা হয়। একই সঙ্গে দক্ষিণ বাংলা মৎস্য আড়তকে জরিমানা করা হয় আড়াই লাখ টাকা।

শনিবার (১ এপ্রিল) এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব।

Hilsha-2.jpg

তিনি বলেন, শুক্রবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে যাত্রাবাড়ীতে অভিযান চালানো হয়। এসময় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে দক্ষিণ বাংলা মৎস্য আড়তকে জরিমানা করা হয় দুই লাখ ৫০ হাজার টাকা।

জব্দ করা জাটকা বিভিন্ন মাদরাসা, এতিম খানা ও অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

আরএসএম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।