চিরকুট লিখে গৃহবধূ নিখোঁজ, ৮ দিনেও সন্ধান মেলেনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০১ এপ্রিল ২০২৩
নিখোঁজ স্বর্ণালী ইসলাম সুফিয়া/ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ার বাসা থেকে শাশুড়ির সঙ্গে রাগারাগির পর চিরকুট লিখে বেরিয়ে যান মো. স্বর্ণালী ইসলাম সুফিয়া (২৮)।

আটদিন পার হলেও এখনো তিনি বাসায় ফেরেননি। এ ঘটনায় নিখোঁজের ভাই মো. রাফি আহম্মেদ মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রাফি আহম্মেদ জাগো নিউজকে বলেন, আমার বোন লালমাটিয়ার বি ব্লকের ৬/৮ নম্বর বাসায় শ্বশুরবাড়িতে থাকতেন। গত ২৩ মার্চ শাশুড়ির সঙ্গে রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে যান। তিনি একটি চিরকুট লিখে যান। চিরকুটে আত্মহত্যার কথা লিখে গেছেন। বাসা থেকে বেরোনোর আগে তিনি কোনো মোবাইল বা অন্য কিছু নিয়ে যাননি। আমার বোনের বিয়ে হয়েছে ১৩ বছর। তার ১১ বছরের একটি ছেলে সন্তান আছে।

তিনি বলেন, নিখোঁজের দিনই মোহাম্মদপুর থানায় জিডি করেছি। কিন্তু পুলিশ এখনো আমার বোনের সন্ধান দিতে পারেনি। আমাদের সব আত্মীয়-স্বজনের কাছে খোঁজ করেছি, কোথাও সন্ধান মেলেনি।

টিটি/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।