চট্টগ্রামে দুই মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১ এপ্রিল) সকালে হালিশহর থানাধীন বড়পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
রোববার (২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৭।
গ্রেফতাররা হলেন- কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন বড় ধর্মপুর গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে মো. রানা মিয়া (৩৩) এবং একই গ্রামের মৃত রুবেলের ছেলে মো. অনিক হোসেন (১৬)। তাদের আজ মহানগর হাকিম আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গ্রেফতার আসামিরা সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার খুচরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বড়পুল এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
ইকবাল হোসেন/জেএইচ/জিকেএস