প্রবাসীর প্রতারণা

ভেঙে যাওয়া স্বপ্ন জোড়া লাগালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০২ এপ্রিল ২০২৩

বিশ্ববিদ্যালয় পড়ুয়া কনের গ্রামের বাড়ি মাদারীপুর। ভালো পাত্র পেয়ে বিয়ের ব্যবস্থা করেন তার অভিভাবক। দুবাই প্রবাসী বড় ভাই বোনের জন্য কেনেন স্বর্ণালংকার ও মোবাইল ফোন। হবু জামাইয়ের জন্য কেনেন আইফোন। পরিচিত এক দুবাই প্রবাসীকে ঢাকাগামী বিমানের টিকিট কেটে কাস্টমসের জন্য ১৪৫০ দিরহাম দিয়ে ২০ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন বোনকে দিতে তার কাছে বুঝিয়ে দেন।

নির্দিষ্ট দিনে বিমানবন্দরে মালামাল নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন কনের বাবা। কিন্তু প্রতারক প্রবাসী ফাঁকি দিয়ে চলে যায় বগুড়ার সারিয়াকান্দিতে। সব বিক্রি করে দিয়ে নিজের জন্য তৈরি করে একতলা দালান, কিনে নেয় দামি মোটরবাইক। এদিকে বিয়ে ভেঙে যায় মেয়েটির। আর স্বপ্ন ভাঙে পরিবারটির। এ ঘটনায় গত ১২ জানুয়ারি বিমানবন্দর থানায় আত্মসাতের অভিযোগে মামলা রুজু করেন কনের বাবা।

ভেঙে যাওয়া স্বপ্ন জোড়া লাগাতে কাজ শুরু করে পুলিশ। ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের একটি টিম উদ্ধার করে স্বর্ণালংকার বিক্রির নগদ টাকা, দুইটি মোবাইল ফোন এবং ৫ ভরি স্বর্ণালংকার। এরপর আদালতের অনুমতি সাপেক্ষে আজ আত্মসাৎ করা মালামাল বুঝিয়ে দেওয়া হয়।

প্রবাসীর পাঠানো আত্মসাৎ করা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করে কনের বাবা-মায়ের কাছে বুঝিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

উদ্ধার টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন রোববার (২ এপ্রিল) ডিএমপি হেডকোয়াটার্সে বুঝিয়ে দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ডিবি দক্ষিণ) সঞ্জিত কুমার রায় ও গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান।

টিটি/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।