মেট্রো রেলের উদ্বোধন ১ এপ্রিল : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০৯:১১ এএম, ০৫ মার্চ ২০১৬

রাজধানীতে মেট্রো রেলের কাজ ১ এপ্রিল উদ্ধোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে হাইকোর্টের সামনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক লাইসেন্সবিহীন ড্রাইভিং ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযান চলাকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

kader  
মন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেট্রো রেলের বিপক্ষে। কারণ হিসেবে তাদের দাবি মেট্রো রেল চালু হলে তীব্র শব্দ দূষণ হবে। এক্ষেত্রে আমি সরকারের পক্ষ থেকে বলতে চাই শব্দ দূষণ যাতে না হয় সেজন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যানজটের কারণে ঢাকা দিন দিন চলচলে অযোগ্য হয়ে পড়ছে। তবে মেট্রোরেল চালু হলে এ সমস্যার অনেকখানি লাঘব বলে দাবি করেন মন্ত্রী।

kader
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিআরটিএ-এর দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বশার এবং দেবাশীষ নাগ। এসময় বিআরটিএ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

জেইউ/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।