ডা. জাফরুল্লাহর অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৮ এপ্রিল ২০২৩
ডা. জাফরুল্লাহ চৌধুরী/ ফাইল ছবি

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল থেকে তিনি গুরুতর অসুস্থ। কিডনি ফেইলিউর, লিভারের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত তিনি। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে দুদিন ধরে বিশেষ কিছু ওষুধ দেওয়া হচ্ছে। ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরী

জাহাঙ্গীর আলম মিন্টু আরও জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসাধীন। এছাড়া দেশের অন্য স্বনামধন্য বিশেষজ্ঞদের পরামর্শে চিকিৎসা চলমান, তবে উনার অবস্থার কোনো উন্নতি হয়নি।

এএএম/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।