আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সিলেটে ইফতারি বিতরণ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে অসহায়, গরিব ও দুস্থদের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে সিলেট বিভাগের জেলা সদরসহ চার জেলায় প্রায় এক হাজার ব্যক্তির মধ্যে এ ইফতারি বিতরণ করা হয়।
সিলেট জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে ইফতারি বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের উপমহাপরিচালক নূরুল হাসান ফরিদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি পবিত্র রমজানে ত্যাগের মহিমা সবার সামনে তুলে ধরে দেশে শান্তি ও উন্নয়ন বজায় রাখতে পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতির ওপর গুরুত্ব দেন। ভবিষ্যতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ ধরনের খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা কমান্ড্যান্ট ফয়সাল হোসেন ও সহকারী পরিচালক তানজিনা হোসেন তৃনা।
এসইউজে/এসআর