সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনা: চারজন সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৭ এপ্রিল ২০২৩

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার জন্য চারজনকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।

তারা হলেন সোনার বাংলা ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), লোকো মাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোক মাস্টার মো. মহসিন (ঢাকা হেডকোয়ার্টার) এবং হাসানপুর স্টেশনের মেইনটেইনার সিগন্যাল ওয়াহিদ।

সোমবার (১৭ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: সোনার বাংলা এক্সপ্রেসের ১৭ এপ্রিলের যাত্রা বাতিল

তিনি বলেন, ট্রেন দুর্ঘটনায় জন্য চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

এরআগে রোববার (১৬ এপ্রিল) রাতে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনের পূর্বপাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের পেছনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে লাইনচ্যুত হয়ে ট্রেনটির সাতটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রেনের চালকসহ অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হন।

আরও পড়ুন: চালকের অবহেলায় সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনার শিকার

পরে ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন ও স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেন। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, ট্রেনের দুর্ঘটনা তদন্তে ডিটিও (চট্টগ্রাম) তারেক মোহম্মদ ইমরানকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে। এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

আরএসএম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।