যানজটে আটকা গাড়ি, ভোগান্তিতে সায়েদাবাদ কাউন্টারের যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৬ এএম, ১৯ এপ্রিল ২০২৩

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বুধবার (১৯ এপ্রিল) সরকারি ছুটি হলেও মঙ্গলবার (১৮ এপ্রিল) অফিস শেষে বিকেল থেকেই বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। তবে, বুধবার সকাল থেকে সায়েদাবাদে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়।

বুধবার সকালে রাজধানীর সায়েদাবাদ ঘুরে দেখা গেছে, বাস কাউন্টারগুলোতে রয়েছে ঘুরমুখো মানুষের ভিড়। অনেকে টিকিট না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। কেউ কেউ সায়েদাবাদে গাড়ি না পেয়ে এগোচ্ছেন ধোলাইপাড়ের দিকে।

আরও পড়ুন>> ট্রেনে দাঁড়িয়ে যাওয়ার টিকিটের জন্য দীর্ঘ সারি, সবাই পাচ্ছেন না

বাস কাউন্টারগুলোতে কথা বলে জানা গেছে, মূলত রাজধানীর কিছু কিছু জায়গায় জ্যাম রয়েছে। ফলে, গাড়ি আসতে কিছুটা বিলম্ব হওয়ায় মানুষের সমস্যা হচ্ছে।

Eid2.jpgশ্যামলী পরিবহনের কাউন্টার স্টাফ মো. ওসমান জাগো নিউজকে বলেন, সায়েদাবাদে আসা গাড়িগুলো জ্যামের মুখে পড়ছে। তাই কাউন্টারে গাড়ি আসতে লেট করছে। দেখা গেছে ঢাকার বাইরে থেকে দ্রুত গাড়ি চলে এলেও সায়েদাবাদে এসে বিভিন্ন মোড়ে জ্যামে গাড়ি বসে থাকে। এতে যাত্রীদেরও ভোগান্তি হয়।

আরও পড়ুন>> শিমুলিয়া ঘাটে মোটরসাইকেলের ঢল

ঝিনাইদহগামী যাত্রী সামসুল ইসলাম বলেন, আমি উত্তরা থেকে সায়েদাবাদে এসেছি, যাবো ঝিনাদাহ। খুব সকাল সকাল বের হয়ে এখানে এসেছি। বাড়িতে মা আছে, তাই তীব্র গরমেও বাড়ি যাচ্ছি। মায়ের সঙ্গে ঈদ করতে এইটুকু কষ্ট করতেই হবে।

Eid2.jpg

বরিশালগামী যাত্রী সুমন মোল্লা বলেন, আমি সকালে এসেছি। কোনো কোনো গাড়িতে ভাড়া বেশি চাওয়া হচ্ছে। তাই অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ভাড়া অন্যান্য সময় পাঁচশত টাকা হলেও এখন ৭০০/৮০০ টাকা চাইছে। সেজন্য দাঁড়িয়ে আছি, কমে পেলে গাড়িতে উঠবো।

আরও পড়ুন>> যানজটে আটকা গাড়ি, ভোগান্তিতে সায়েদাবাদ কাউন্টারের যাত্রীরা

হিমাচল পরিবহনের ম্যানেজার জাহাঙ্গীর বলেন, আমরা আগের মতো যাত্রী পাচ্ছি না। এখন অনেক গাড়ি কমলাপুর টিটিপাড়া থেকে ফ্লাইওভার দিয়ে চলে যায়। তাই যাত্রীরা সেখানে চলে যায়। সায়েদাবাদে যানজট থাকে তাই মানুষ এখন ওদিক থেকেই ফ্লাইওভার দিয়ে চলে যায়। আগের চেয়ে টিকিট বিক্রি এখন অনেক কম। এখন ঈদের সময়ও যাত্রী সেভাবে পাই না।

আইএইচআর/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।