৯৯৯-এ কল দিয়ে মায়ের বিরুদ্ধে শিশুর অভিযোগ, নারী আটক
মা মারধর করায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে অভিযোগ করেছে ৮ বছরের এক শিশু। অভিযোগ আমলে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিশুটির মাকে (৩০) আটক করে থানায় নিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, ৯৯৯-এ কল দিয়ে শিশুটি তার মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে। সে বলে, ‘আমার আব্বু-আম্মুর মধ্যে প্রায়ই ঝগড়া হয়। এরপর অকারণে মা শুধু আমাকে মারধর করে।’
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে শিশুটি এ অভিযোগ করে। অভিযোগ করা শিশু মিরপুর ৬০ ফিট এলাকার একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ মহসীন জাগো নিউজকে বলেন, শিশুটি আমাদের জানিয়েছে, ‘তার বাবা নাকি বলেছেন, কখনো কোনো বিপদে পড়লে ৯৯৯-এ কল দিতে। এ নম্বরে কল দিলে পুলিশ আসে। এজন্য সে মোবাইল নিয়ে ৯৯৯-এ কল দিয়েছিল। ৯৯৯-এ কল দেওয়ার পর সেখান থেকে তার প্রাথমিক ঠিকানা বা অবস্থান জেনে নেওয়া হয়। এরপর ৯৯৯-এ দায়িত্বরত কর্মকর্তা আমাকে সংযুক্ত করেন। কল পেয়ে দ্রুত মিরপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে ওই নারীকে আটক করা হয়।
আরএসএম/এএএইচ/এমএস