জাতীয় ঈদগাহ মাঠে মুসল্লিরা, ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব
জাতীয় ঈদগাহ মাঠে আজ (শনিবার) সকাল সাড়ে আটটায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ঈদগাহ মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা। ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জাগো নিউজকে জানান, জাতীয় ঈদগাহ মাঠে প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মিরপুরের জামেয়া আরাবিয়ার মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।
এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মাওলানা হাবিবুর রহমান মেশকাত মূল ক্বারী হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ বেতারের সিনিয়র ক্বারী মো. এমদাদুল ইসলাম বিকল্প ক্বারী হিসেবে উপস্থিত থাকবেন।
এমএমএ/এমএইচআর/এমএস