চট্টগ্রামে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৩

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আশেক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাকলিয়ায় অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ যাত্রী আহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

আহতরা সবাই নগরীর কর্ণফুলী থানাধীন উত্তর শিকলবাহা গোদারপাড় এলাকার বাসিন্দা বলে জানান তিনি।

ইকবাল হোসেন/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।