পিলার নিয়ে বিরোধে প্রতিবেশীর হামলায় মা-ছেলে নিহত
চট্টগ্রামে ভবনের পাশে পিলার দেওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় মা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- হোসনে আরা (৪৫) ও তার ছেলে পারভেজ (৩১)। এ ঘটনায় নিহত হোসনে আরার আরও দুই সন্তান মো. আরজ (২২) ও মো. সিফাতকে (১৫) পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটে। হোসনে আরা ওই এলাকার তৈয়ব আহমেদের স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আশেক জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিকলবাহার মাস্টারহাট এলাকা থেকে প্রতিবেশীর হামলায় আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জাগো নিউজকে জানিয়েছেন, ভুক্তভোগীর পরিবার মাস্টারহাট এলাকায় রাস্তার পাশে একটি ভবন নির্মাণ করেন। রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সময় মাঝেমধ্যে তাদের ভবনের সঙ্গে লেগে যেতো। এতে তারা ভবনের সাথে একটি পিলার দিতে চেয়েছিলেন। কিন্তু গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় স্থানীয় প্রতিবেশীরা পিলার দিতে বাধা দেন। এতে প্রতিবেশীদের সঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ঝগড়া হয়। এক পর্যায়ে প্রতিবেশীদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ইকবাল হোসেন/এমকেআর/জেআইএম