নয়াপল্টনে হাতবোমা বিস্ফোরণ
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আবারও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে পৌনে ৪টার দিকে দুর্বত্তরা পুলিশের সামনেই পরপর ৪টি হাতাবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ওহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গতকাল শনিবার প্রায় একই সময় একই স্থানে কিছু সময়ের ব্যবধানে দুই বারে ৫টি হাতবোমার বিস্ফোরণে আট জন আহত হয়।