সেই লিটনের সাহসিকতায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০৭ মার্চ ২০১৬

আবারো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সেই কনস্টেবল লিটন সুতারের সাহসিকতায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ।

সোমবার বিকেলে রাজধানীর বিমানবন্দর থানার বিমানবন্দর গোলচত্বর এলাকা হতে মো. জুয়েল নামে ওই মাদক ব্যবসায়ীকে ৮৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার বিমানবন্দর থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি এসএম জাহাঙ্গির আলম সরকার জাগো নিউজকে বলেন, লিটন সুতার তার ভাইয়ের বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে আসার পথে বিমানবন্দর গোলচত্বর এলাকায় মো. জুয়েলকে কালো ব্যাগ হাতে দেখে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে ফেনসিডিল দেখতে পায়। তখন জুয়েল পালানোর চেষ্টা করলে লিটন সুতার তাকে সাহসিকতার সঙ্গে ঝাপটে ধরে ফেলেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাকে অবহিত করলে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জকে (ওসি) ঘটনাটি জানানো হয়। পরবর্তীতে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ফেনসিডিলসহ আসামিকে গ্রেফতার করে।

"
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত ঢাকা মহানগরীতে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা মূল্যে সরবরাহ করে আসছে। এ সংক্রান্তে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, কনস্টেবল লিটন সুতার চলতি বছরের গত ১৯ জানুয়ারি রাজধানীর শেরাটন মোড়ে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৫৭ লক্ষ ৫০ হাজার টাকার মূল্যমানের পে-অর্ডার ও মূল্যবান কাগজপত্র সামিট কমিউনিকেশনস্ লি. এর প্রতিনিধির নিকট ফেরত প্রদান করেছিলেন।

এ কাজের জন্য তিনি ডিএমপি, কমিশনার, মো. আছাদুজ্জামান মিয়ার নিকট থেকে পুরস্কৃত হয়েছিলেন।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।