আগামী বছরই আইসিটি আইনের সংশোধন


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৪

চলতি অথবা জানুয়ারি মাসের প্রথম দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন-১৯৭৩ সংশোধনটি মন্ত্রিসভায় উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোববার রাজধানীর একটি হোটেলে আরবিট্রেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, চলতি অথবা জানুয়ারি মাসের প্রথম দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন-১৯৭৩ সংশোধনটি মন্ত্রিসভায় উত্থাপন হতে পারে। নতুন বছরের প্রথম সংসদ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের পরই আইনটি পাস হবে।
 
এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, গত অক্টোবর ও নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর বেশি কিছু সফর থাকার কারণে মন্ত্রিসভার কয়েকটি বৈঠক হয়নি। এ কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও ঝুলে গিয়েছিল। ফলে ওই আইনটি সংশোধন করে গত সংসদ অধিবেশনে পাস করা সম্ভব হয়নি।
 
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বার কাউন্সিল ও সুপ্রিম কোর্টের সকলের সঙ্গে আলাপ-আলোচনা করার পর বিচারপতি অপসারণ আইনটি পাস করা হবে। এ বিষয়ে কাজ চলছে।

তিনি বলেন, আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা হিসেবে বিশ্বের প্রায় সব দেশেই আরবিট্রেশন ব্যবহার করা হচ্ছে। আমাদের দেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত প্রতিষ্ঠান এবং এ বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবী তৈরি করতে পারলে স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে আস্থা গড়ে তোলা সম্ভব হবে।

এর আগে বিয়াক-এর উদ্যোগে আয়োজিত আরবিট্রেশন বিষয়ক প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।