স্কুলের টাকা আত্মসাৎ করায় প্রধান শিক্ষকের কারাদণ্ড


প্রকাশিত: ১০:০৯ এএম, ০৮ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয়ের ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নুর আলম তালুকদার নামে জিসি উচ্চ বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ২০১৫ সালের ৫ নভেম্বর জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সৈয়দ আজমুল হক আজু প্রধান শিক্ষক নুর আলম তালুকদার বিদ্যালয় থেকে ২৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে গোপালগঞ্জের আমলি আদালতে একটি পিটিশন দায়ের করেন। আদালত প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালতের গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়েছে।

হুমায়ূন কবীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।