শহীদ মিনারে মিঠুর জানাজা বুধবার
সদ্য প্রয়াত চিত্রশিল্পী ও চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠুর (৫৩) প্রথম জানাজা গতকাল সোমবার, ৭ মার্চ বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হবে। ধানমন্ডি-৪ নম্বরে তার বাসভবনের সামনে জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে তার পরিবার সূত্রে জানা গেছে, প্রথম জানাজা শেষে মিঠুর মরদেহ বারডেম জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার একমাত্র ছেলে আর্য শ্রেষ্ঠ ইংল্যান্ডে থাকেন। তার আসতে আসতে বুধবার, ৯ মার্চ হয়ে যাবে। এরপর বুধবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার দ্বিতীয় জানাজা হবে।
পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার তৃতীয় জানাজা ও এফডিসিতে (বিএফডিসি) চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিঠুর মরদেহ নেওয়া হবে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে পঞ্চম জানাজার পর বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
এলএ/এমএস