চট্টগ্রামে আফিমসহ আটক ৪


প্রকাশিত: ০৭:২১ এএম, ০৯ মার্চ ২০১৬

চট্টগ্রামে আফিমসহ চার জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চকবাজার জামান হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।
 
এসময় তাদের কাছ থেকে এক কেজি আফিম উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ-পরিচালক আসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন, জিল্লুল করিম (৪৯), মকবুল আহমেদ,(৩৫) মাহবুবুল আলম মাসুদ (৩৮), মোহাম্মদ সোহেল (২৮)।

তাদের বিরুদ্ধে চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান আসলাম খান।

জীবন মুছা/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।