এনডিসির প্রতিনিধিদলের ইনসেপ্টার ফ্যাক্টরি পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১২ মে ২০২৩

দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সাভারের জিরাবো এলাকায় অবস্থিত ফ্যাক্টরি পরিদর্শন করেছে ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১১ মে) এনডিসির কোর্স কারিকুলামের অংশ হিসেবে এ পরিদর্শনের আয়োজন করা হয়।

এতে এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সিভিল সার্ভিস ও বন্ধুপ্রতীম দেশের (মিশর, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ওমান, শ্রীলঙ্কা, দক্ষিণ সুদান, সুদান, তানজানিয়া ও জাম্বিয়া) সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদমর্যাদার মোট ৯২ সদস্য অংশ নেন।

প্রতিনিধিদলের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে পৌঁছালে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভ্যর্থনা শেষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সিইও মাহবুবুল করীম ইনসেপ্টার ম্যানুফ্যাকচারিং কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এনডিসিদলকে অবহিত করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এরপর এনডিসির প্রতিনিধিদল উচ্চপ্রযুক্তি (হাইটেক) ব্যবহারের মধ্যে দিয়ে ইনসেপ্টার আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন ধরনের ওষুধ ও ভ্যাকসিন উৎপাদন প্রক্রিয়া, সংরক্ষণ ও সামগ্রিক ব্যবস্থাপনা সরেজমিনে দেখেন।

এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান, মেজর জেনারেল সাঈদ তারেক হোসাইন, মেজর জেনারেল মো. মোস্তাগাউসুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। ইনসেপ্টার পক্ষে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর (কোয়ালিটি এসুরেন্স) নাসরিন জাহান, এক্সিকিউটিভ ডিরেক্টর (প্রোডাকশন), এক্সিকিউটিভ ডিরেক্টর (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফরমুলেশন) সালেহ মোহাম্মদ জিল্লুর রহমান, শরাফত আলী, তানিয়া মোস্তফা ও ডিজিএম (প্রশাসন) জাহিদুল আলম উপস্থিত ছিলেন।

এনডিসি পরিদর্শনকারীদলের প্রধান এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘দেশের একটি কোম্পানি সবধরনের আন্তর্জাতিক মান ও শর্ত বজায় রেখে যেভাবে মানসম্মত ওষুধ উৎপাদন করছে এটি সরেজমিনে না দেখলে উপলব্ধি করা সম্ভব নয়। আমাদের এ সামর্থ্য ও সক্ষমতা নিঃসন্দেহে অতুলনীয়।’

এএএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।