ডিএমপির তিন এডিসিকে বদলি

ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শনিবার (১৩ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির মো. শাহাদাত হোসেন সুমাকে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের ইন্টারনাল ওভারসাইটে, সদরদপ্তর ও প্রশাসন বিভাগের ইন্টারনাল ওভারসাইটের মো. রাকিবুল হাসানকে ডিবি-লালবাগ বিভাগে ও ডিএমপির লজিস্টিক বিভাগে মো. ইলিয়াছ হোসেনকে ওয়ারী জোনাল টিমে বদলি করা হয়েছে।
টিটি/এমএএইচ/জিকেএস