ইনসাফ হাসপাতালের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০৯ মার্চ ২০১৬

মহান স্বাধীনতা ও বিশ্ব কিডনী দিবস উপলক্ষে রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনী অ্যান্ড জেনারেল হাসপাতাল মাসব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।

বৃহস্পতিবার থেকে হাসপাতাল ভবনে (১০ মার্চ থেকে ৯ এপ্রিল) মাসব্যাপী গৃহিত এ কর্মসূচির মধ্যে রয়েছে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান, হাসপাতালে বিভিন্ন অপারেশনে ৩০% ও পরীক্ষা-নিরীক্ষায় ৫০% ছাড়, স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ডেন্টাল চেক-আপ বিনামূল্যে করা, ক্যাম্পে আগত রোগীদের ইউরিন আর ই ও সিরাম ক্রিটেনিন বিনামূল্য পরীক্ষা ও পাঁচজন গরীব (হতদরিদ্র) রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার করা।

ইনসাফ বারাকাহ কিডনী অ্যান্ড জেনারেল হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মো. সোহরাব আকন্দ জাগো নিউজকে জানান, মহান স্বাধীনতা ও বিশ্ব কিডনী দিবস উপলক্ষে তারা বিনামূল্যের এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন।

এমইউ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।