সাংবাদিক নেছার উদ্দিনের মাতৃবিয়োগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার নেছার উদ্দিন আহাম্মদের মা আনোয়ারা বেগম মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারণে রাজধানীর চকবাজারের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৬ পুত্র ও ৪ কন্যাসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ যোহর চকবাজার শাহী মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্য এক বিবৃতিতে আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
নেতারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।
একে/এবিএস