বাঁচতে চায় শিশু আনিসা, প্রয়োজন ৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৭ মে ২০২৩

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বহদ্দারপাড়া এলাকার মুহাম্মদ আশরাফুজ্জামান ও সেলিনা আকতার দম্পতির মেয়ে তাসনিম জামান আনিসা। স্বাভাবিক শিশুদের মতো দুরন্ত শৈশব কাটছে না আনিসার। চতুর্থ শ্রেণির ছাত্রী আনিসা হৃদরোগে আক্রান্ত।

চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত অপারেশন করলেই রোগমুক্তি হবে আনিসা। কিন্তু চিকিৎসা করাতে গিয়ে নগদ টাকা, গয়না, জমিজমা সব হারিয়ে নিঃস্ব হয়েছে আনিসার পরিবার। টাকার অভাবে এখন বন্ধ হওয়ার উপক্রম আনিসার চিকিৎসা। বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আনিসাকে বাঁচাতে ৮ লাখ টাকা প্রয়োজন।

তার বাবার পক্ষে চিকিৎসার এ টাকা জোগাড় করা সম্ভব নয়। তিনি সমাজের হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। আনিসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা: সেলিনা আকতার, সঞ্চয়ী হিসাব নম্বর ২০৫০৩৭১৬৮০০০১৯৫০৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বোয়ালখালী শাখা।

এমডিআইএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।