শনিবারও খোলা থাকবে ডিএনসিসির ১০ আঞ্চলিক কার্যালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৭ মে ২০২৩

হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন ফি ও ডিএনসিসির মালিকানাধীন মার্কেটের দোকান ভাড়াসহ বিভিন্ন সেবার রাজস্ব পরিশোধের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও খোলা থাকবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনিসিসি) ১০ টি আঞ্চলিক কার্যালয়।

বুধবার (১৭ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে বিষয়টি কার্যকর করেছেন।

অফিস আদেশে জানানো হয়, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন ফি ও ডিএনসিসির মালিকানাধীন মার্কেটের দোকান ভাড়াসহ বিভিন্ন সেবার রাজস্ব পরিশোধের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি মাস থেকে আগামী জুন পর্যন্ত নিয়মিত কার্যদিবস ছাড়াও সরকারি সাপ্তাহিক ছুটির দিন (শনিবার) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ডিএনসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়ের রাজস্ব বিভাগসহ প্রধান রাজস্ব কর্মকর্তার কার্যালয়ে অবস্থিত বাজার শাখা খোলা থাকবে।

এমএমএ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।