বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে চায় ভারতের মেঘালয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৮ মে ২০২৩

নিজ দেশের জনগণের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে চায় ভারতের মেঘালয় রাজ্য সরকার।

বুধবার (১৭ মে) মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান। সাক্ষাৎকালে হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমানের কাছে এ আগ্রহ প্রকাশ করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। বাংলাদেশ হাই-কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ হাই-কমিশন সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রী মেঘালয় রাজ্যে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন। তিনি বাংলাদেশ থেকে সরাসরি পোশাক, প্লাস্টিক পণ্য, ইলেকট্রনিক পণ্য, প্রক্রিয়াজাত খাবার এবং হিমায়িত খাবার আমদানির সম্ভাবনা তুলে ধরেন। এছাড়া মেঘালয়ের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় মেঘালয়ের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে বাংলাদেশের বর্তমান সরকারের আগ্রহের কথা তুলে ধরে হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বলেন, মেঘালয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি যতদ্রুত সম্ভব সীমান্ত এলাকায় বন্ধ স্থল শুল্ক স্টেশনগুলো পুনরায় চালুর জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।