কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে নতুন ডিজি, বিজেএমসিতে চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১৮ মে ২০২৩
ফাইল ছবি

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ জুট মিলস করপোরেশনে (বিজেএমসি) নতুন চেয়ারম্যানসহ আরও দুটি সংস্থায় শীর্ষ পদে রদবদল আনা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজমকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।বিজেএমসির নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা স্থাপন’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।

অন্যদিকে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন নুরুন নাহার হেনা। খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খুরশিদ ইকবাল রেজভীকে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক করা হয়েছে।

আরএমএম/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।