নিরাপদ সড়কের দাবিতে অটোরিকশা চালকদের সংহতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২০ মে ২০২৩

সড়কে যানবাহনের সর্বোচ্চ গতি নির্ধারণসহ নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সপ্তম জাতিসংঘ বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষে সংহতি প্রকাশের মাধ্যমে তারা এ দাবি জানান।

শনিবার (২০ মে) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে এক মানবন্ধনে এ দাবি জানানো হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘রিথিংক মোবিলিটি’।

অটোরিকশা চালকরা বলেন, প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে। আর এতে অকালে প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। এ দুর্ঘটনার পেছনে যেমনিভাবে চালকরা দায়ী, ঠিক তেমনই পথচারীরাও দায়ী। তাই সড়ক দুর্ঘটনা রুখতে চালক ও পথচারীদের আরও সচেতন হতে হবে।

মানববন্ধনে অটোরিকশা চালকরা যে সব দাবি জানান তার মধ্যে উল্লেখযোগ্য-সড়ক পথচারীবান্ধব করা, যত্রতত্র যানবাহন পার্কিং না করা, পথচারীরা অনিয়মভাবে রাস্তা পারাপার না হওয়া, রাস্তা পারাপার অবস্থায় মোবাইলফোন ব্যবহার না করা, ট্রাফিক নির্দেশনা মেনে চলা ইত্যাদি।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সঙ্গে সড়ক নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনসহ ঢাকা উদ্যান সিএনজি চালক সমিতি মানববন্ধনে যুক্ত হয়ে এ সংহতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

জানা গেছে, গত এপ্রিলে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫৫২ জন নিহত হয়, আহত হয় ৮৫২ জন। সড়কে দুর্ঘটনায় নিহত-আহতদের মধ্যে ১৬৩ জন চালক, ৯০ জন পথচারী, ৩৭ জন পরিবহনকর্মী, ৩২ জন শিক্ষার্থী, ৪ জন শিক্ষক, ২৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে জানা গেছে। তাদের মধ্যে ৭৩ জন নারী ও ৬৩ জন শিশু। এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৬ জন নিহত হয়।

টিটি/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।