কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৬ দিন পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২৩ মে ২০২৩
গ্রেফতার রাকিব/ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরীক্ষাকেন্দ্র থেকে অপহৃত এক এসএসসি পরীক্ষার্থীকে হাটহাজারী থেকে উদ্ধার করেছে র‌্যাব। ঘটনার ছয়দিন পর রোববার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারীর কুয়াইশ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় মো. রাকিব (২২) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৩ মে) রাত ৮টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭। গ্রেফতার রাকিব রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা এলাকার খোরশেদ আলমের ছেলে।

র‌্যাব-৭ জানিয়েছে, গত ১৬ মে এসএসসি পরীক্ষা দিতে রাঙ্গুনিয়া সরকারি কলেজে যান ভুক্তভোগী ওই পরীক্ষার্থী। কলেজ গেটে পৌঁছালে গ্রেফতার রাকিব ও তার চার-পাঁচজন সহযোগী মিলে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে অপহরণ করে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) কররেন। পাশাপাশি র‌্যাব-৭-এ লিখিত অভিযোগ দেন। এরপর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করে ভুক্তভোগী উদ্ধার ও মূল অপহরণকারী রাকিবকে গ্রেফতার করা হরে।

ইকবাল হোসেন/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।