দেশের ৫৬ হাজার ৯৪৫ হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হচ্ছে


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১০ মার্চ ২০১৬

ভূ-উপরিস্থ পানির সাহায্যে সেচ সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে দেশের ৫৬ হাজার ৯৪৫ হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হচ্ছে। এর মাধ্যমে ১ লাখ ৭০ হাজার ৮৩৫ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি হয়েছে বলে সংসদীয় কমিটিতে জানানো হয়।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত কৃষি  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. মকবুল হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ণ কর্পোরেশনের ( বি এ ডি সি) অধীনে বাস্তবায়নাধীন ডাবল লিফট সেচ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ প্রকল্পের সফল সমাপ্তির পর সারাদেশের সেচযোগ্য জমিতে পর্যায়ক্রমে এই দ্বি-স্তর উত্তোলন প্রযুক্তি প্রয়োগ ও সেচ ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেয় সংসদীয় কমিটি।
    
কৃষি সম্প্রসারণ অধিদফতরের বিভিন্ন পর্যায়ে পদোন্নতি ও চলমান নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। জানুয়ারি ২০১৫ থেকে অদ্যাবধি ২৩৩ জন কর্মকর্তা এবং ৪৬ জন কর্মচারীর পদোন্নতি প্রদান করা হয়েছে বলে কমিটিকে জানানো হয়। এছাড়া ৮৩টি পদ ৯ম থেকে ৬ষ্ঠ গ্রেডে উন্নীত করা, ২৩৯টি পদ ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ, বিসিএস (কৃষি) ক্যাডারের এন্ট্রি লেভেলের ২৩০টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১ হাজার ৮৪৭টি  শূন্য পদে নিয়োগের জন্য সম্প্রতি লিখিত পরীক্ষা নেয়া হয়েছে। কয়েকটি টেকনিক্যাল পদে নিয়োগের চলমান কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।

প্রকল্পের আর্থিক সহায়তায় শুধুমাত্র প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠানো এবং প্রশিক্ষণ সমাপ্তির পর প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রকল্প তথা অভীষ্ট কাজে প্রয়োগ নিশ্চিতের সুপারিশ করা হয়। ওই প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তার প্রকল্পে নিয়োজিত থাকার বিষয়ে কমিটি জোরালো সুপারিশ করে।

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক  (IDB)-এর IDB Prizes for Science and Technology এর জন্য বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট নির্বাচিত হওয়ায় কমিটি সন্তোষ প্রকাশ ও অভিনন্দন জ্ঞাপন করে। আগামী মে মাসে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার হিসেবে ট্রফি ও সনদের সাথে প্রাপ্য নগদ এক লাখ মার্কিন ডলার প্রধানমন্ত্রীর দূরদর্শী  নির্দেশনায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ব্যয়িত হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

এইচএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।