এশিয়া মিডিয়া সামিট

‘বালি সমঝোতা স্মারকে’ গুরুত্বের শীর্ষে বাংলাদেশের প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৫ মে ২০২৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে সমঝোতা স্মারক সইয়ের মধ্যদিয়ে শেষ হয়েছে ১৮তম এশিয়া মিডিয়া সামিট ২০২৩। আর সদ্যসমাপ্ত সামিটের ঘোষণাপত্রে ‘বালি সমঝোতা স্মারকে’ বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উত্থাপিত প্রস্তাবনা গুরুত্বের শীর্ষ রয়েছে।

ইন্দোনেশিয়ার বালিতে বুধবার (২৪ মে) সন্ধ্যায় এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডিভালপমেন্ট (এআইবিডি) আয়োজিত এ সম্মেলনে এশীয় প্রশান্ত ৪০টি দেশ ও অঞ্চলগুলোর পাঁচ শতাধিক প্রতিনিধি যোগ দেন।

এআইবিডির সদস্য দেশগুলোর নেতারা বুধবার সন্ধ্যায় স্বাক্ষরিত ‘বালি সমঝোতা স্মারকে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল-বিভ্রান্তিকর এবং অসত্য তথ্যের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় নানা উদ্যোগ ও প্রচেষ্টা নেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেন।

আরও পড়ুন>> স্বাধীন-দায়িত্বশীল গণমাধ্যম উন্নয়ন সহায়ক: তথ্যমন্ত্রী

এ সম্মেলনের উদ্বোধনী পর্বে মন্ত্রী পর্যায়ের বৈঠকে ড. হাছান মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্ফোরণ আমাদের জীবনকে অনেক পরিবর্তন করেছে। এ পরিবর্তন এসেছে সমাজে, বিশ্বে, প্রতিটি মানুষের জীবনে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয় উল্লেখ করে তিনি বলেন, ‘গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসার জনজীবনে অনেক পরিবর্তন এনেছে।’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের প্রস্তাবনা প্রতিধ্বনিত হয়েছে সম্মেলনের ঘোষণাপত্রে। তথ্যের স্বচ্ছতা ও সততার মূল্যবোধকে সমুন্নত রাখতে সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করার কথা রয়েছে ‘বালি সমঝোতা স্মারকে’। একই সঙ্গে ভুল, বিভ্রান্তিকর এবং অসত্য তথ্যের প্রচাররোধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মালিক ও অংশীজনদের জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার বিষয়েও এআইবিডি সদস্যদের ঐক্যমতের কথা স্মারকে বর্ণিত হয়েছে।

আইএইচআর/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।