‘দেশে কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশের অগ্রগতি হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৫ মে ২০২৩

দেশে কর্মক্ষেত্রে নারীবান্ধব কর্মপরিবেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী।

বৃহস্পতিবার (২৫ মে) এক সম্মেলনে তিনি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন হয়। এর আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। আইএলও’র সহযোগিতায় এই সম্মেলন হয়।

কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন, যথাযথভাবে আইনের প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা পরিপূর্ণভাবে রোধ করা সম্ভব। শ্রম আইন প্রতিনিয়ত হালনাগাদ করার মাধ্যমে নারী শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ আমরা অব্যাহত রাখবো।

আরও পড়ুন: মন্ত্রণালয় সামালাচ্ছেন ১০ নারী সচিব, ১০ জেলায় ডিসি

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, নারীর প্রতি সহিংসতামুক্ত কর্মপরিবেশ গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করছি।

আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তোমো পুটিআইনেন বলেন, আইএলও লিঙ্গ সমতার উদ্যোগকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। লিঙ্গ সমতা শুধুমাত্র সামাজিক ন্যায়বিচারের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বশর্ত। এই প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে আইএলও শ্রমবাজারে লিঙ্গ সমতা উন্নীত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশের শ্রেষ্ঠ ১১ নারী ব্যক্তিত্ব

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, বাংলাদেশে নেদারল্যান্ডস অব কিংডমের রাষ্ট্রদূত মি. অ্যান ভ্যান লিউয়েন, বাংলাদেশে কানাডার হাইকমিশনার মিস. লিলি নিকোলস উপস্থিত ছিলেন।

এসএম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।