চট্টগ্রামে বসতঘরে আগুন, দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:০২ এএম, ২৮ মে ২০২৩

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় আগুনে পুড়ে মারুফ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) ভোর সাড়ে চারটার দিকে বায়েজিদের পূর্ব শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে আরও তিনজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহত মারুফ ওই এলাকার মানিক মিয়ার ছেলে। দগ্ধ অন্যরা হলেন- মারুফের মা নূর নাহার বেগম (৩০), বোন ফিরিয়া (৩) এবং পাশের বাড়ির মো. ইসমাইলের ছেলে মো. ঈমাম উদ্দীন (২৩)।

বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে কয়েকটি ঘর পুড়ে যায়। আগুনে চারজন দ্বগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভোর ৫টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপিত হয়।

তিনি বলেন, পুড়ে যাওয়ার ঘরগুলো কাঁচা ঘর। ঘরগুলোতে বিদ্যুতের লাইন খুবই ঝুঁকিপূর্ণ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুন ছড়িয়ে বিদ্যুতের তারে লেগে শর্টসার্কিট হয়। এতে আগুন আরও ছড়িয়ে পড়ে। ভোররাতে আগুন লাগায় তখন সবাই ঘুমিয়ে ছিলেন। ফলে লোকজন দ্রুত ঘর থেকে বের হতে পারেননি। এর ফলে তারা দ্বগ্ধ হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক বলেন, বায়েজিদে অগ্নিকাণ্ডে দ্বগ্ধ চারজনকে আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে সবাইকে ৩৬নং বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন শিশু মারুফ মারা যায় বলে জানান তিনি।

বায়েজিদ বোস্তামী থানার এসআই কাজী মো. তানভীর আজম জাগো নিউজকে বলেন, মশার কয়েল থেকে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে মারুফ নামের দুই বছর বয়সী এক শিশু মারা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির সুরতহাল করছি।

এমডিআইএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।