সীতাকুণ্ডে ফেনসিডিলসহ কারবারি গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মধ্যম সলিমপুর এলাকা থেকে ফেনসিডিলসহ মো. আরাফাত (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২৮ মে) ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরাফাত চট্টগ্রামের মীরসরাই থানার উত্তর নাহেরপুর গ্রামের শেখ সাহাবের ছেলে। রোববার বিকেল পৌনে ৬টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে রোববার ভোরে ২৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আরাফাতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদক আইনে মামলা হয়েছে। উদ্ধার ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: বছরজুড়ে আলোচনায় উচ্চমূল্যের নতুন ৬ মাদক
ইকবাল হোসেন/এমএইচআর/জিকেএস