পড়াশোনার জন্য বকাঝকা, অভিমানে ফাঁস নিলো কিশোর

রাজধানীর খিলগাঁও খালেক দারোগা গলি এলাকার একটি বাসায় মা-বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস নিয়েছে মো. শাকিব (১৬) নামের এক শিক্ষার্থী।
রোববার (২৮ মে) দিনগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে আচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সোমবার (২৯ মে) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মো. সবুজ জানান, আমার ভাতিজা বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার জন্য বাবা-মায়ের বকাঝকায় অভিমান করে নিজের রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয়। সকালে উঠে অনেক ডাকাডাকি করলে দরজা খোলেনি। দরজা ভেঙে ভেতরে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর জেলার কিসমতকরণ গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
কাজী আল আমীন/এমএইচআর/জেআইএম