বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক, হাজারীবাগে যুবক গ্রেফতার

রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাগেরহাটে দায়েরের এক ধর্ষণ মামলায় রোববার (২৮ মে) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৯ মে) এ তথ্য জানান র্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক। তিনি বলেন, ভুক্তভোগী নারী বিবাহিত। তার ১০ বছরের একটি মেয়ে রয়েছে। স্বামী বিদেশ থাকায় একমাত্র মেয়েকে নিয়ে তিনি বাবার বাড়িতে বসবাস করছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবার বাড়িতে ভবন নির্মাণের কাজের সুবাদে আসা-যাওয়া ছিল অভিযুক্ত যুবকের। গত বছরের ২০ নভেম্বর রাতে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে সে। এরপর বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক গড়ে। একপর্যায়ে ভুক্তভোগী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে র্যাবের এ কর্মকর্তা বলেন, ঘটনা জানাজানি হওয়ায় আত্মগোপনে থেকেই দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত যুবক। গ্রেফতারের পর তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টিটি/এমএএইচ/এমএস