ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

নিয়োগ পেলেন তেলেগু-হরিজন সম্প্রদায়ের ৭৫ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২১ পিএম, ২৯ মে ২০২৩

তেলেগু ও হরিজন সম্প্রদায়ের ৭৫ জন প্রার্থীকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (২৯ মে) তেলেগু সম্প্রদায় থেকে ২৫ জন এবং হরিজন সম্প্রদায় থেকে ৫০ প্রার্থীকে করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দিয়ে দপ্তর আদেশে জারি করা হয়।

করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত শর্ত সাপেক্ষে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে দপ্তর আদেশে উল্লেখ করা হয়।

নিয়োগকৃত পরিচ্ছন্নতাকর্মীরা দৈনিক ৫৭৫ টাকা হারে মজুরি প্রাপ্য হবেন এবং তাদের চাকরি নিয়মিতকরণ বা স্থায়ীকরণের কোনো সুযোগ না থাকাসহ মোট ৬টি শর্তে এ নিয়োগ চূড়ান্ত করে দপ্তর আদেশে জারি করা হয়েছে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

এমএমএ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।